ছবি: মেগা মিটআপে আংশগ্রহনকারী লোকাল গাইডবৃন্দ।
বাংলাদেশ লোকাল গাইডের ১০ বছর পূর্তীতে ঢাকায় অনুষ্ঠিত হলো মেগা মিটআপ। সারাদেশ থেকে শতাধিক লোকাল গাইড এই মিটআপ এ অংশ নেয়। আয়োজক দল বাছাইয়ের মাধ্যমে নিয়মিত লোকাল গাইডদের এই মিপ আপে অংশগ্রহণের সুযোগ দেয়। আমি ব্যক্তিগতভাবে এই মিট আপ পোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। আয়োজক, কোর টিম ও মিটআপ হোস্ট @SoniaK আপুকে ধন্যবাদ সুন্দর পরিবেশে ওয়েল প্লানড একটি অনুষ্ঠান আয়োজনের জন্য।
বিশেষ আকর্ষণ ছিলো লোকাল গাইড টিমের শুভেচ্ছা বার্তা ও ভিডিও বার্তা। যা কমিউনিটির লোকাল গাইডদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে।
ছবি: সিনিয়র গাইডদের স্মৃতিচারণ
ছবি: মিটআপ ব্যানার
ছবি: ১০ বছরের পথচলা
ছবি: খানাপিনা
Meetup এর বিস্তারিত:
Meetup Title: 10th Years Celebrations of BDLG Host: Sonia Khorshed [ Connect Moderator ] BDLG Meetup No: 230th
Date: February 21, 2024
Time: 10:00 AM - 06:30 PM (Wednesday) Venue: Fatima’s Dell
অনুষ্ঠান সূচিতে ছিল পরিচয় পর্ব, আয়োজকদের ব্রিফিং, প্রশ্নোত্তর পর্ব, আইডিয়া শেয়ারিং, সর্বোপরি মজাদার কাচ্চি দিয়ে আপ্যায়ন, পুরষ্কার বিতরন। আবারো ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি বিশেষ করে @MahabubMunna ভাইকে, সুন্দর একটি দিন উপহার দেয়ার জন্য।
সবার জন্য শুভকামনা!
#localguidesbd #10yearsofbdlg #localguidesconnect #BDLG #localguides #230meetup